মৌলিক পাসওয়ার্ড তৈরি সময় লক্ষণীয় বিষয়
★★জেনে নিন মৌলিক পাসওয়ার্ড তৈরি সময় লক্ষণীয় বিষয়গুলো ★★
১: নিজের বা পরিবারের কারো নাম বা ব্যক্তিগত কোন তথ্য বা মোবাইল নাম্বার সরাসরি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার না করা। এসব তথ্যাদি, পাসওয়ার্ড মনে রাখা সহজ করলেও পদ্ধতিটি সঠিক ও নিরাপদ নয়।
২: সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর মিশিয়ে ব্যবহার করা ভালো।
৩: পাসওয়ার্ড যেন একটু বড় আকারের হয় এ দিকটি খেয়াল রাখতে হবে।
৪: পাসওয়ার্ড মনে রাখার জন্য নিজের পছন্দের একটি সংকেত ব্যবহার করা।
কোন মন্তব্য নেই