এবার প্রাইভেট (Incognito) মোডে ব্রাউজ করুণ আপনার মোবাইল
স্মার্টফোন ব্রাউজ করতে গিয়ে আমরা প্রায়শই Incognito mood নামের একটি ফিচার লক্ষ করেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা আবার কি?
Incognito mood হচ্ছে প্রাইভেট ব্রাউজিং যে ব্রাউজিং এ কোন তথ্য সংরক্ষণ করা হয়না।
এই ফিচারটি মোবাইল ব্যাবহারকারীদের জন্য নতুন হলে ও পিসি ভার্সনে এটা অত্যন্ত জনপ্রিয় ও পুরোনো।
ইন্টারনেট ব্রাউজ করার সময় আমরা কি কি ব্রাউজ করছি, কোন কোন সাইটে গেছি এসব ব্রাউজ ডাটা ব্রাউজারে থেকে যায়। আপনি ব্রাউজ করার পর browsing history, cookies , data , Password, searching keywoard ইত্যাদি ব্রাউজারে জমা হয়ে থাকছে। কিন্তু আপনি এখন বন্ধুর বাসায় বা সাইবার ক্যাফে এর মধ্যে রয়েছেন আপনি চান না আপনার এ সকল তথ্যা অন্য কেউ জানুক। এ জন্য আপনি চাইলে ব্রাউজারে incognito mode নামে একটি ফিচার রয়েছে সেটিতে চলে যেতে পারেন যার মাধ্যমে ব্রাউজ করলে আপনার তথ্য ব্রাউজারটি জমা রাখবে না বা অন্য কেউ ও জানতে পারবে না।
আমরা স্মার্টফোনে ব্রাউজিং এর ক্ষেত্রে কয়েকটি জনপ্রিয় ব্রাউজার ব্যাবহার করি যেমন ক্রোম ব্রাউজার, ইউসি ওপেরা বা ডলফিন ব্রাউজার এর সবকটিতেই Incognito mood রয়েছে। আমরা চাইলে Incognito mood চালু করে ইন্টারনেট ব্রাউজে সুরক্ষিত থাকতে পারি।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
Incognito mood হচ্ছে প্রাইভেট ব্রাউজিং যে ব্রাউজিং এ কোন তথ্য সংরক্ষণ করা হয়না।
এই ফিচারটি মোবাইল ব্যাবহারকারীদের জন্য নতুন হলে ও পিসি ভার্সনে এটা অত্যন্ত জনপ্রিয় ও পুরোনো।
ইন্টারনেট ব্রাউজ করার সময় আমরা কি কি ব্রাউজ করছি, কোন কোন সাইটে গেছি এসব ব্রাউজ ডাটা ব্রাউজারে থেকে যায়। আপনি ব্রাউজ করার পর browsing history, cookies , data , Password, searching keywoard ইত্যাদি ব্রাউজারে জমা হয়ে থাকছে। কিন্তু আপনি এখন বন্ধুর বাসায় বা সাইবার ক্যাফে এর মধ্যে রয়েছেন আপনি চান না আপনার এ সকল তথ্যা অন্য কেউ জানুক। এ জন্য আপনি চাইলে ব্রাউজারে incognito mode নামে একটি ফিচার রয়েছে সেটিতে চলে যেতে পারেন যার মাধ্যমে ব্রাউজ করলে আপনার তথ্য ব্রাউজারটি জমা রাখবে না বা অন্য কেউ ও জানতে পারবে না।
আমরা স্মার্টফোনে ব্রাউজিং এর ক্ষেত্রে কয়েকটি জনপ্রিয় ব্রাউজার ব্যাবহার করি যেমন ক্রোম ব্রাউজার, ইউসি ওপেরা বা ডলফিন ব্রাউজার এর সবকটিতেই Incognito mood রয়েছে। আমরা চাইলে Incognito mood চালু করে ইন্টারনেট ব্রাউজে সুরক্ষিত থাকতে পারি।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
কোন মন্তব্য নেই