FreeTone এপ্সের মাধ্যমে নিয়ে নিন ইন্সট্যান্ট মোবাইল রিচার্জ ও ফ্রিতে কল করুণ ইউকে/আমেরিকা সহ যেকোন দেশে
ছবিঃ FreeTone এপ্সের মূল মেনু
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি এপ্স শেয়ার করবো যে এপ্সের মাধ্যমে আপনি ফ্রী ক্রেডিট আর্ন করে অতি সহজের লন্ডণ/আমেরিকা সহ বিশ্বের যেকোন দেশে ফ্রি কথা বলতে পারবেন। তাছাড়া উক্ত এপ্সে ক্রেডিট উপার্জনের মাধ্যমে আপনি আপনার মোবাইলে ইন্সট্যান্টলি মোবাইল রিচার্জ ও নিতে পারবেন। আসুন এ এপ্স নিয়ে আমরা এবার বিস্তারিত আলোচনা শুরু করিঃ
আমরা এতোক্ষণ যে এপ্সটি নিয়ে আলোচনা করেছিলাম সে এপ্সটির নাম হচ্ছে FreeTone গুগল প্লেস্টোরে সার্চ দিলেই আপনি এপ্সটি পেয়ে যাবেন, গুগল প্লে স্টোরে এ এপ্সটি এতোটাই জনপ্রিয় যে এটি ১০ লাখের অধিকবার ডাউনলোড হয়ে গেছে।
আপনি চাইলে FreeTone এপ্সটি নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন
এপ্সটি ইন্সটল হয়ে গেলে উক্ত এপ্সে ইমেল পাসওয়ার্ড ব্যাবহার করে উক্ত এপ্সে আপনার একটি একাউন্ট খুলে ফেলুন, আপনি চাইলে আপনার গুগল+ প্রোফাইল দিয়ে ও উক্ত এপ্সে এক্সেস করতে পারেন। এপ্সে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনি আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে উক্ত এপ্সে লগিন করুণ।
লগিন করার পর আপনি নিচের মত ছবি দেখতে পারবেন
আপনি Free Button এ ক্লিক করলে ক্রেডিট আর্ন করার অপশনটি পাবেন।
এ এপ্স থেকে আপনি বিভিন্ন ভাবে ক্রেডিট আর্ন করতে পারবেন।
১. ভিডিও দেখে
২. বিভিন্ন অফার কমপ্লেট করে
৩. প্রিমিয়াম ভিডিও দেখে
আমরা এক্ষেত্রে প্রিমিয়াম ভিডিও দেখে ক্রেডিট আর্ণ করবো কারণ প্রিমিয়াম ভিডিও এডে আনলিমিটেড ভিডিও দেখা যাবে এবং ১০-৩০ সেকেন্ডের ছোট্র ভিডিও এড দেখে আমরা ১ ক্রেডিট করে আর্ণ করতে পারবো। তবে এ ভিডিও দেখতে আমাদের একটি ভিপিএন লাগবে ভিপিএন টির নাম হচ্ছে Turbo Vpn প্লেস্টোরে সার্চ দিলেই আপনি ভিপিএনটি পাবেন আমি নীচে ভিপিএন ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি
ভিপিএনটি ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন তারপর ওপেন করুম ওপেন করার পর ফ্রি সার্ভার থেকে United Kingdom সিলেক্ট করুন ভিপিএন কানেক্টেড হয়ে গেলে আপনি ভিপিএন এপ্সটি মিনিমাইজ করে FreeTone এপ্সে ঢুকে প্রিমিয়াম ভিডিওতে ক্লিক করুণ
প্রিমিয়াম ভিডিওতে ক্লিক করার পর উপরের মত ছবি দেখতে পাবেন প্লে বাটনে ক্লিক করলে ভিডিও স্টার্ট হবে
এই দেখুন ভিডিও প্লে হচ্ছে
এভাবে পর্যায় ক্রমে একটি ভিডিও দেখে তারপর আবার মূল মেনুতে এসে আপনি যত খুশি তত ভিডিও এড দেখতে পাবেন। তবে এক সাথে ২০ টার বেশি ভিডিও এড দেখবেন না তাহলে লিমিট শেষ হয়ে যাবে লিমিট শেষ হয়ে গেলে ভিপিএনটি ডিসকানেক্ট করে কিছুক্ষণ পর আবার FreeTone এপ্সটিতে ঢুকুন এবং পর্যায় ক্রমিক ভাবে ভিডিও এড দেখুন। এভাবে ৪০ ক্রেডিট আর্ন হয়ে গেলেই আপনি ইন্সট্যান্টলি ১০ টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন, ৭৭ ক্রেডিটে ১০ টাকা। তাছাড়া উক্ত ক্রেডিট ব্যাবহার করে আপনি যেকোন দেশে কথা বলতে পারেন
কলরেট ঃ আপনি যদি ইউকেতে কথা বলেন তাহলে প্রতি ক্রেডিটে ১ মিনিট কথা বলতে পারবেন যেমন আপনার যদি ২০ ক্রেডিট থাকে আপনি ২০ মিনিট কথা বলতে পারবেন এভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কলরেট হতে পারে যেমনঃ বাংলাদেশে কথা বলতে আপনার প্রতি মিনিটে ২ ক্রেডিট খরচ করতে হবে।
এবার আসি এ এপ্স থেকে আপনি মোবাইল রিচার্জ নিবেন কিভাবেঃ
মোবাইল রিচার্জ নিতে হলে আপনাকে উক্ত কোম্পানীর আরেকটি এপ্স ডাউনলোড করতে হবে এপ্সটির নাম TopTopUp প্লেস্টোরে সার্চ দিলেই আপনি এপ্সটি পেয়ে যাবেন। আপনাদের সুবিধার্তে নীচে আমি এপ্সটির ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি
TopTopUp এপ্সের মুল মেনু
আশা করি এপ্সের বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। FreeTone এপ্সের মাধ্যমে ক্রেডিট আর্ন করতে আমাদের মোট ৩ টি এপ্স লাগবে ( FreeTone, Turbo Vpn, TopTopUp) আমরা ৩টি এপ্সকে এক ফোল্ডারে রেখে দিবো। ফ্রিটোন এপ্স নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে জানান, পোস্টটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
কোন মন্তব্য নেই