যেভাবে সহজেই জানবেন জেএসসি/ জেডিসি/পিইসি পরিক্ষার ফলাফল

২০১৭ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর বেলা ১২:৩০ টায় প্রকাশ করা হবে।

৩০ ডিসেম্বর সকালে ১০টায় প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করার পর দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে সহজে জানা যাবে ২০১৭ সালের জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল


অনলাইনে ফলাফল জানা যাবে নিচের লিঙ্ক থেকেঃ



জেএসসি পরীক্ষার রেজাল্ট জানতে এখানে ক্লিক করুণ


তাছাড়া স্ব-স্ব স্কুলের EIIN নাম্বার বোর্ড সিলেক্ট করে একসাথে সবার রেজাল্ট জানা যাবে এখানে ক্লিক করে

তাছাড়া মোবাইলে এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন এভাবে

জেএসসি পরীক্ষার রেজাল্ট জানতেঃ

JSC <space> First 3 letters of board <space> Roll Number <space> 2017 Send to 16222 
Example: JSC Syl 566876 2017 Send to 16222

জেডিসি পরীক্ষার রেজাল্ট জানতেঃ

JDC <space> MAD <space> Roll Number <space> 2017

Example: JDC MAD 123456 2017



পিইসি রেজাল্ট জানবেন যেভাবেঃ

অনলাইনে পিইসি রেজাল্ট জানতে ক্লিক করুণ এই লিঙ্কে
মোবাইলে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৭ এর ফলাফল দেখার নিয়মঃ

প্রাথমিক ও শিক্ষা সমাপনীঃ

DPE<space> আপনার উপজেলা/থানার কোড <space>রোল নম্বর<space>পাশের বছরএরপর Send করুন 16222 নম্বরে।
উদাহরণ: DPE 20608 34589 2017 Send করুন 16222 নম্বরে।

ইবতেদায়ী শিক্ষা সমাপনীঃ

মাদ্রাসা বোর্ডের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার ফলাফল পেতে শুধু DPE এর স্থলে EBT লিখতে হবে। বাকি নিয়ম অপরিবর্তিত থাকবে।


উদাহরণঃ EBT 20608 34589 2017 Send করুন 16222 নম্বরে।




ফলাফোল সংক্রান্ত যেকোন প্রয়োজনের আমাকে নক করতে পারেন ফেসবুকে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.