এবার বাজারে স্মার্ট বাইক নিয়ে এলো শাওমি

হ্যালো! কেমন আছেন সবাই?
সবার প্রতি ভালো থাকার আশা রেখে শুরু করছি আজকের টিউন।
টিউন টি হলো, স্মার্ট বাইক নিয়ে। ত, চলুন শুরু করি।

বর্তমান সময়ে আমরা প্রায় সবাই ই স্মার্ট ফোনের সাথে পরিচিত।
কিন্তু আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব স্মার্ট বাইকের।
হ্যা! বন্ধুরা, এবার স্মার্ট বাইক ও বাজারে চলে এসেছে।
আর এই স্মার্ট বাইকটিতে ব্যাটারিচালিত মোটর ব্যবহার করা হয়েছে।
বাইকটির মডেল শাওমি কিউআই। নতুন এ স্মার্ট বাইকটি ভাঁজ করা যাবে। চীনের প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এই স্মার্ট বাইক।
স্মার্ট বাইকটি এমনভাবে তৈরি করা হয়েছে যে, চলতে-চলতে এর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও ভয়ের কিছু নেই। কারন এই স্মার্ট বাইকটিতে  প্যাডেলের ব্যবস্থা রয়েছে, ঠিক সাধারণ সাইকেলের মতোই। যখন প্যাডেলে সাইকেলটি চলবে তখন পুনরায় ব্যাটারি চার্জ হতে শুরু করবে। সেই চার্জে আবার ও আরামসে পথ পাড়ি দেয়া যাবে।
এমনকি বাইকটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে। ফোনের মাধ্যমে বাইকটিকে নিয়ন্ত্রণ করা যাবে। এজন্য শাওমির মি হোম অ্যাপ রয়েছে। বাইকটিতে সুন্দর একটি হেডলাইট রয়েছে। আছে রিয়ার ইন্ডিকেটর।
বিশেষ ফিচার হিসেবে বাইকটিতে রয়েছে জিপিএস নেভিগেশন সিস্টেম। ফলে চলার পথে নেই পথ হারানোর ভয়। পথচারীদের সতর্ক করার জন্য আছে ঘন্টিও। কালো রঙের এই স্মার্ট বাইকটির সিট চালকের উচ্চতা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয়া যাবে। মোটরসাইকেলের মতই গতিময়তা ধরে রাখার জন্য বাইক টি তে তিনটি গিয়ার ব্যবহার করা হয়েছে। হাতলের গ্রিপেই রয়েছে গিয়ার চেঞ্জার।
অ্যালুমিনিয়াম বডির তৈরি শাওমির বাইকটির সামনের চাকায় ছোট্ট কিন্তু শক্তিশালী একটি মোটর রয়েছে। বাইকটির দুই চাকাই অ্যালয় হুইলের। এতে স্পোক ব্যবহার করা হলেও চাকা দুটো টিউবলেস। মাত্র ১৪ কেজি ওজনের বাইকটির টপস্পিড ঘন্টায় ৩০ কিলোমিটার।
আকর্ষনীয় এই স্মার্ট বাইকটির দাম ৭৪ হাজার ৯৯০ টাকা।

ত বন্ধুগণ! আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরো নতুন কোন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইনশা আল্লাহ! সবাই ভালো থাকুন আর TopTech71 এর সাথেই থাকুন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.