ফ্রিতে ৩০ মিনিট কথা বলুন যেকোন নাম্বারে

আজ আমি আপনাদের একটি নতুন অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবো অ্যাপটির নাম হচ্ছে Brilliant Connect প্লেস্টোরে এ এপ্সটি রয়েছে Brilliant Connect লিখে সার্চ দিলেই  অ্যাপটি পেয়ে যাবেন।


এ অ্যাপে সাইন আপ করলেই পাবেন ১০৳ টাকা সমমূল্যের এয়ার ক্রেডিট ও আপনার সিমের শেষ দুটি ডিজিটের মিল রেখে একটি ভার্চুয়াল মোবাইল নাম্বার। ১০৳ সমমূল্যের এয়ার ক্রেডিট দিয়ে আপনি যেকোন বাংলাদেশী নাম্বারে ইন্টারনেটের সাহায্যে ৩০ মিনিট কথা বলতে পারবেন উল্লেখ্য যার কাছে কল করবেন তার ইন্টারনেট কানেকশন থাকা প্রযোজ্য নয়। মূলত এটি একটি ডায়ালার এপ্স এবং এটি বাংলাদেশে ডেভেলপ করা হয়েছে। এ অ্যাপের সুবিধা হচ্ছে আপনি তাদের কাছ থেকে ক্রেডিট কিনে অতি স্বল্প রেটে লোকাল ও ইন্টারন্যাশনাল কল দিতে পারবেন ক্রেডিট কেনা যাবে ভিসা মাস্টার কার্ড কিংবা মোবাইল ব্যাংকিং সাইট বিকাশ বা এমক্যাশ দিয়ে। ইন্টারন্যাশনাল কলের ক্ষেত্রে স্টান্ডার্ড কল রেট প্রযোজ্য হবে।
আপনি চাইলে এ এপ্স দিয়ে আলাদা আলাদা নাম্বারের সাহায্যে আলাদা আলাদা একাউন্ট খুলে আনলিমিটেড ক্রেডিট পেতে পারেন উল্লেখ্য একটি সিম দিয়ে শুধুমাত্র একটি একাউন্ট খুলা যাবে তবে একি ডিভাইসে মাল্টি একাউন্ট খুলা যাবে।
এপ্স ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.