এবার ভিভো মাত্র ৪৫৫ টাকায় এক দুর্দান্ত ফোন নিয়ে এল বাজারে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন। আল্লাহর দয়ায় আমি ও ভাল আছি। আজ আবার ও এক দুর্দান্ত টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। মাত্র ৪৫৫ টাকায় মোবাইল ফোন!!
এই আকর্ষনীয় বিশেষ ফোনটির নাম ভিভো ভি১।
কম মূল্যের এমন এক দুর্দান্ত ফোন সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে, সেটি বলাই যায়। শুক্রবার ভারতে ফোনটির উন্মোচন করা হয়।
স্মার্টফোনের যুগেও এখনও এই সমস্ত ফিচার ফোনের চাহিদা কিন্তু কোনও অংশেই কমে যায়নি। যারা শুধুমাত্র কল রিসিভ এবং কল করার জন্য ফোন ব্যবহার করেন, তাদের জন্য একেবারে আদর্শ এই ফোনটি।
এই ফোনটিতে রয়েছে ১.৪৪ইঞ্চি মনোক্রম ডিসপ্লে এবং আলফানিউমেরিক কি প্যাড। তবে, ফোন কল করা এবং রিসিভ করার অপশন ছাড়াও এই ফোনে আরও বেশ কিছু সুবিধা রয়েছে।
এই বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এফএম রেডিও, টর্চলাইট, ভাইব্রেটর এবং ৬৫০মেগাহার্জ ব্যাটারি।
এমনকি স্নেকের গেমটিও রয়েছে।
ভারতে ফোনটির মূল্যে ৩৪৯ রুপি।
যা বাংলাদেশি টাকায় ৪৫৫ টাকা হয়।
বন্ধুগণ! আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার ও নতুন কোন সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, ইনশাআল্লাহ! সেই পর্যন্ত সবাই ভাল থাকুন আর সুস্থ থাকুন। খোদা হাফিজ


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.