এবার নোকিয়া নিয়ে এলো ফেসবুক, হোয়াটস অ্যাপ-এর সুবিধা সহ ৪জি বেসিক ফোন, আগামী মাসে বিশ্ব বাজারে আসছে এই ফোন টি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন। আল্লাহর রহমতে আমি ও ভাল আছি।
আজ আরেক টি নতুন টিউন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর তা হলো বেসিক ৪জি মোবাইল ফোন!!

আপনারা নিশ্চয় জানেন যে, নোকিয়ার একেবারে শুরুর দিকের একটি ফোন ছিলো ৩৩১০। যা অনেক দিন হলো বাজারে আর পাওয়া যায় না। নতুন নতুন ফিচার যুক্ত ফোনের অতলে হারিয়ে গিয়েছিলো নোকিয়া ৩৩১০ মডেলের ফোন টি। সেই হারিয়ে যাওয়া ফোন টি কে আপডেট করে আবারো নিয়ে আসা হয়েছে বিশ্ব বাজারে।
হে, বন্ধুরা! নোকিয়া ৩৩১০ বেসিক ফোন সরকারি ভাবে এসে গেছে চিনের বাজারে। এটি ৪জি ফোন। তবে এটি কিন্তু স্মার্টফোন নয়। বেসিক ফোন হলেও এতে রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ প্রচুর অ্যাপলিকেশন। মূলত জিও ফোন আর মাইক্রোম্যাক্সের ভারত ১ বেসিক ফোনে হোয়াটস অ্যাপ ব্যবহার করা যায় না। আর জিওফোনে বাইরের কোনো অ্যাপলিকেশন লোড করা যায় না। কিন্তু সে দিক থেকে নতুন এই ফোনটি অনেক বেশি সুবিধাজনক। আগামী মাসে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮-এ ফোনটির দাম আর বিশ্বের বাজারে কবে থেকে মিলবে সে ব্যাপারে ঘোষণা করা হবে।

আসুন এবার জেনে নেই কী কী ফিচার আছে এই ফোনটি তে–

প্রথমেই বলেছি এটি ৪জি বেসিক ফোন।
ফোন টি তে আছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ কালার ডিসল্পে।
২ এমপি রেয়ার ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ।
মাইক্রো এসডি কার্ডের স্লট।
ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা ৫১২ এমবি। ৬৪ জিবি এক্সপেন্ডেবল মেমরি।
র্যাম ২৫৬ এমবি।
১২০০ এমএএইচ ব্যাটারি। মাইক্রো ইউএসবি পোর্ট চার্জার।
ইয়ুন ওএস-এর অপারেটিং সিস্টেম।
রয়েছে ৪জি ভোল্ট ওয়াইফাই, হটস্পট।
রয়েছে মিউজিক, বুক আর অডিওবুক অ্যাপলিকেশনও।

বন্ধুগণ! আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোন সংবাদ নিয়ে আবার ও আপনাদের মাঝে হাজির হবো, ইনশাআল্লাহ! সেই পর্যন্ত সবাই ভাল থাকুন আর সুস্থ থাকুন। আর TopTech71 এর সাথেই থাকুন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.