জিপি বন্ধ সিম অফার 2018 : ৫ জিবি ইন্টারনেট মাত্র ৪৪ টাকায়

দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীনফোন গ্রাহকদের নিয়ে এলো দারুণ জিপি বন্ধ সিম অফার।

অব্যাবহৃত বা বন্ধ থাকা জিপি সিমে জিপি দিচ্ছে সর্বোচ্চ ৫ জিবি ইন্টারনেট মাত্র ৪৪ টাকায়।
আপনি এ অফারের আওতাভুক্ত কি না জানতে আপনার মোবাইল অপশনে গিয়ে ডায়াল করুন ঃ BHK Mob number and Sent to 9999
উদাহরণঃ BHK 017XXXXXX Sent to 9999
যদি আপনি এ অফারের আওতাভূক্ত হন তাহলে নিচের ছবির মত ফিরতি মেসেজ আসবে

আপনি যদি এ অফারের আওতাভুক্ত হন তাহলে নির্দেশনা অনুযায়ী *১২১*১৪০৪# ডায়াল করলেই ৫টাকায় ৫০০ এমবি পেয়ে যাবেন (সর্বোচ্চ ২ বার) মেয়াদ ৭ দিন

তাছাড়া মাত্র ১৮ টাকা রিচার্জে যেকোন জিপি নাম্বারে পাবেন আধা পয়সা কলরেট।

এবার আসি আরো ৪ জিবি ইন্টারনেট কিভাবে পাবেন
আপনি ১৭ টাকায় আরো ২ জিবি (সর্বোচ্চ ২ বার) ৩০ দিন মেয়াদ পেতে ডায়াল করেন *৫০২০*২২১১#
যদি আপনি এ অফারের জন্য প্রযোজ্য হন তাহলে পেয়ে যাবেন ২ জিবি ডাটা ও ৪ জিপি- জিপি এসএমএস (৩০ দিন মেয়াদ)
হয়তোবা সবাই ২ জিবির অফার টা নাও পেতে পারেন কারণ এটা জিবির নির্দিষ্ট অফার না কিন্তু ৫ টাকায় ৫০০ এমবি (সর্বোচ্চ ২ বার) এটা সকল বন্ধ সিমের নির্দিষ্ট অফার এবং সকল বন্ধ সিমের জন্য প্রযোজ্য। তবে ১৭ টাকায় ২ জিবির অফার সর্বোচ্চ সংখ্যক গ্রাহকরাই পাবে বলে আমি আশাবাদী। তাই সবাই চেষ্টা করে দেখতে পারেন পান কিনা চেষ্টায় তো আর কমতি নেই।
আমার এই পোস্টটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে শেয়ার করতে ভূলবেন না। আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত আমাদের ব্লগটি ভিজিট করুণ। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.