এবার ফ্রিতে কথা বলুন ইউএস নাম্বার থেকে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?? আশা করি ভালো। অনেকদিন পর আজ একটা টিউন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।

আজ আসলাম ফ্রি কলিং এপ নিয়ে। এই এপ দিয়ে দিয়ে ৬০ টি দেশে ফ্রি কথা বলা যাবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে পোস্ট টি পড়বেন
প্রথমে প্লেস্টোর থেকে Primo এপ্সটি আপনার ফোনে ইন্সটল করে ফেলুন
আপনি চাইলে এই লিঙ্ক থেকে এপ্সটি ডাউনলোড করে নিতে পারেন



তারপর এপ্সটি ইন্সটল হয়ে গেলে এপ্সটি ওপেন করুণ তারপর Get Started বাটনে ক্লিক করুণ তারপর Signup বাটনে ক্লিক করুণ
তারপর একটি ইউজার নেইম, ভ্যালিড ই-মেইল, পাসওয়ার্ড দিন। ভ্যালিড ই-মেইল বলতে, যেটির একসেস আপনার হাতে আছে সেটি। আপনি চাইলে আপনার গুগল প্রোফাইল বা ফেসবুক প্রোফাইল দিয়ে এপ্সটি লগিন করতে পারেন।
সাইন আপ করা শেষ হয়ে গেলে আপনার ইমেলে একটি কনফার্মেশন মেইল যাবে মেইল থেকে এক্টিভিশন লিঙ্কে ক্লিক করলে আপনার একাউন্টটি পুরোপুরি এক্টিভ হয়ে যাবে এবং আপনি সাথে সাথেই ৫০ মিনিট টকটাইম পেয়ে যাবেন। এ টকটাইম আপনি ৬০টি নির্দিষ্ট দেশে কল করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন । তবে মনে রাখবেন এপ্সটি ব্যবহার করতে কিংবা কল দিতে আপনার অবশ্যই ভালো নেটওয়ার্ক কানেকশন থাকতে হবে। আপনি চাইলে প্রিমো এপ্স থেকে কল দিয়ে আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন, প্রিমো এপ্স থেকে যাকে কল দিবেন সেখানে আপনার নাম্বার না দেখিয়ে ইউএসএর একটি নাম্বার শো করবে।
তাহলে আর দেরী কেনো এখনি প্রিমো এপ্সটি ডাউনলোড করে হয়ে যান ভার্চুয়াল ইউএসএর নাগরিক। এরকম নিত্য নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুণ। ধন্যবাদ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.