মোবাইল বা পিসিতে বিশ্বকাপের সব খেলা লাইভ দেখবেন যেভাবে


ফুটবল জুয়ারে ভাসছে সারা বিশ্ব। ফিফা ফুটবল বিশ্বকাপকে বলা হয় "দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ" বিশ্বকাপ খেলা দেখার জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষা করে থাকে ৪ বছর অন্তর অন্তর তাদের ধর্য্যের প্রতীক্ষা যে কত বেশী তা বিশ্বকাপ আসলে বাঙ্গালীরর আবেগ দেখলেই তা বুঝা যায়। আসুন এবার আসল পোস্টে আসি আমাদের অনেকের ব্যস্ততার কারণে বাসায় টিভিতে খেলা দেখতে পারিনা বা অনেকের বাসায় টিভি বা ডিশ সংযোগ নেই তাহলে তারা কি বিশ্বকাপ না দেখে থাকবে? প্রযুক্তির ছোয়ায় সারা বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয় আমরা চাইলে মোবাইলে পকেট টিভিতে অনলাইনে লাইভ খেলা দেখতে পারি কিংবা যাদের বাসায় পিসি আছে কিংবা টিভি নেই তারা পিসিতে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে খেলা দেখতে পারি।
এবার আসি অনলাইনে লাইভ খেলা দেখবেন কিভাবে অনলাইনে লাইভ খেলা দেখতে নীচের যেকোন লিঙ্কে ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে লাইভ খেলা দেখার সাইটে এখানে কোনো এপ্সের ঝামেলা নেই যেকোন ব্রাউজারে যেকোন ডিভাইসে খেলা দেখতে পারেন

এবার আসি এন্ড্রোয়েড মোবাইলে এপ্সের মাধ্যমে খেলা দেখবেন যেভাবে
এন্ড্রোয়েড মোবাইলে খেলা দেখার জন্য আমি আপনাদের মধ্যে ৪ টি এপ্স শেয়ার করবো
1. HD Streamz এতে রয়েছে ৬০০ এর বেশি লাইভ চ্যানেল এবং ওয়ার্ল্ড কাপ লাইভ দেখার জন্য রয়েছে একাধিক চ্যানেল
এপ্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ

2. Ebox Live: Ebox Live লিখে গুগল প্লেতে সার্চ দিলেই আপনি এপ্সটি পাবেন তবে আপনাদের সুবিধার্তে আমি ডাউনলোড লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি
 Ebox Live এপ্সটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ

3. BDIX Sports: BDIX Sports এপ্সটি ডাউনলোড করুণ এখানে ক্লিক করে

তাহলে আজ এই পর্যন্ত উপভোগ করুণ বিশ্বকাপের সব কটি ম্যাচ। আমার পোস্টটি আপনার ভালো লেগে থাকলে শেয়ার করতে ভূলবেন না আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.