আসুন জেনে নেই ২০১৭-তে বাজারে আসা সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির ৯টি স্মার্টফোন

আসুন জেনে নেই ২০১৭-তে বাজারে আসা সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির ৯টি স্মার্টফোন



স্মার্টফোন ক্রয় করার সময় দাম এবং ক্যামেরার পারফর্মেন্স দেখার পাশপাশি আরেকটি প্রধান যে ফিচার দেখে থাকেন ক্রেতারা, তা হলো ব্যাটারির ব্যাকআপ ক্ষমতা।
বর্তমান সময়ে স্মার্টফোন কম্পানিগুলো তাদের ফোনকে আরো বেশি স্মার্ট করে তোলার জন্য উন্নত হার্ডওয়্যার এবং বেজাল-হীন ডিসপ্লে যুক্ত করার পাশাপাশি শক্তিশালী ব্যাটারির ওপরও জোর দিচ্ছে।
যাতে লোকে তাদের স্মার্টফোন মাত্র একবার চার্জ দিয়েই দীর্ঘক্ষণ যাবত ব্যবহার করতে পারেন।
২০১৭ সালে বাজারে আসা এমন ৯টি স্মার্টফোন সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক।

১. মটো ই৪ প্লাস : ৫০০০ এমএএইচ ব্যাটারি।
একবার চার্জ দিলে একটানা দুই দিন এ ফোন টি ব্যবহার করা যাবে। দামও খুব বেশি নয়।
মাত্র ১৬ হাজার টাকার মধ্যেই কেনা যাবে এই ফোনটি।

২. শাওমি এমএই ম্যাক্স ২ : ৫৩০০ এমএএইচ ব্যাটারি।
এই ফোনটিতে রয়েছে কোয়ালকম ৩.০ কুইক চার্জার। যা দিয়ে মাত্র এক ঘন্টায় ফোনটির
ব্যাটারির ৬৮% চার্জ হয়। আর একবারের চার্জেই দুই দিন চালানো যাবে।
এই ফোনটির দাম ২৫ হাজার টাকার মধ্যে।

৩. প্যানাসনিক ইলুগা রে ৭০০ : ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনটি ও একবারের চার্জে
দুইদিন চলবে। ফোনটির দাম ১৬ হাজার টাকার মধ্যে।

৪. ইনফোকাস টার্বো ৫ : ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটির ব্যাটারি একবার চার্জ করলে
২৩ ঘন্টা কথা বলা যাবে। আর স্ট্যান্ডবাই থাকবে ৮১৬ ঘন্টা।
মজার বিষয় হলো, এই ফোনটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করে।
তাই এটি দিয়ে অন্য ফোন চার্জ দেওয়া যাবে। এ ফোনটির দাম প্রায় ১২ হাজার টাকা।

৫. জিওনি এম ৭ পাওয়ার : ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ফাস্ট চার্জার যুক্ত এই ফোনটি একবার চার্জ করলে কথা বলা যাবে ৫৬ ঘন্টা,
আর স্ট্যান্ডবাই থাকবে ৬২৫ ঘন্টা। এ ফোনটির দাম প্রায় ২৫ হাজার টাকা।

৬. লেনোভো পি ২ : ৫১০০ এমএএইচ ব্যাটারি। এই ফোন টি মাত্র ১৫ মিনিট চার্জ করলেই
১০ ঘন্টা চলবে। এই ফোন দিয়ে অন্য ফোনও চার্জ দেওয়া যাবে।
অর্থাৎ এই ফোন ও পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজ করে।
এ ফোনটির দাম পড়বে ২০ হাজার টাকা।

৭. আসুস জেনফোন ৩এস ম্যাক্স : ৫০০০ এমএএইচ ব্যাটারি।
এ ফোনটি একবারের চার্জে ৩৪ দিন স্ট্যান্ডবাই থাকবে। ৫টি ব্যাটারি মোড আছে ,
যাতে আরো ভালোভাবে ব্যাটারি ম্যানেজ করা যায়।
এ ফোনের দাম পড়বে সাড়ে ১৯ হাজার টাকা।

৮. স্যামসাং গ্যালাক্সি সি৯ প্রো : ৪১০০ এমএএইচ ব্যাটারি।
বাংলাদেশে ফোনটির দাম পড়বে ৪২ হাজার টাকা।

৯. শাওমি রেডমি ৪ : ৪১০০ এমএএইচ ব্যাটারি।
২০১৭-তে শাওমির রেডমি ৪ সিরিজের ৫টি স্মার্টফোন বাজারে এসেছে।
এই সিরিজের ফোনের সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকা।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.