এবার জনপ্রিয় সফটওয়্যার Adobe Photoshop CS6 (With Crack Full) নিয়ে নিন সম্পূর্ন ফ্রি।

আস_সালামুয়ালাইকুম,আশা করি সবাই ভাল আছেন।আপনাদের জন্যে আজ নিয়ে এলাম দারুণ একটি সফটায়্যার Adobe PhotoShop CS6 তাও আবার সম্পূর্ন ফ্রিতে।চলেন জেনে নেয়া যাক কিভাবে ডউনলোড করব এবং কিভাবে লাইসেন্স ছাড়া ফ্রিতে ইউজ করব।


যে কোন কিছু ডিজাইনসহ ছবি এডিটিং এর একটি শক্তিশালি সফটওয়্যার হল এডোবি ফটোশপ। এডোবি কোম্পানী ফটোশপ ব্যবহারকারিদের চাহিদার উপর ভিত্তি করে নতুন নতুন ভার্সন বাজারে রিলিজ করছে। তবে এই প্রোডাক্টগুলো কিনে নিতে হয় এবং তা অনেক ব্যয়বহুল।

ছবি এডিটিং এর ক্ষেত্রে এডোবি ফটোশপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার। বিভিন্ন প্রোগ্রামার, ডিজাইনাররা তাদের প্রজেক্ট বা ছবির কাজগুলো সম্পন্ন করে থাকেন ফটোশপে। ফটোগ্রাফাররা তাদের ছবি ঠিক করেন ফটোশপে। প্রফেশনাল ব্যাক্তিরা এটিতে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কারন ফটোশপ ব্যবহার করে পত্রিকা, বিজ্ঞাপন, বইয়ের প্রচ্ছদ, লিফলেট, পোষ্টার থেকে শুরু করে সব ধরনের ডিজাইনের কাজ করা যায়।

ফটোশপের রয়েছে অসংখ্য ফিচার যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের নকশা তৈরি করা, ছবিতে নতুন বৈশিষ্ট্য যোগ করা, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা, অসংখ্য রঙের সংমিশ্রণ দিয়ে ছবিকে আকর্ষণীয় করা সহ হাজারো কাজ করা যায়  তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এডোবি ফটোশপের  সিএস ৬ (Adobe PhotoShop CS6) এর ভার্সন ক্রাক ফাইল সহ।


Download Now
এখান থেকে ডাউনলোড করুন

Adobe PhotoShop CS6 অনেক দারুণ একটি সফট্যার
কিভাবে ইনস্টল করবেন? ধাপে ধাপে ইনস্টলের যাবতীয় কাজ নিচের ভিডিও তে দেখানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.