ফ্রিলান্সিং কি? What Is Freelancing.

আজ আপনাদের সাথে ফ্রিলান্সিং নিয়ে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আসলে ফ্রিলান্সিং কি ,কেনো আমাদের দেশে এর বিপরীতে মানুষ,আমি ফ্রিলান্সিং করব বললে কেন এই নিয়ে বন্ধু বান্ধব টাট্টা করে,কেনো আমাদের দেশে সফল ফ্রিলান্সার এর তুলনায় ব্যর্থ ফ্রিলান্সার এর সংখ্যা বেশি এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।

  • ফ্রিলান্সিং কি? 
ফ্রিলান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করা ফ্রিলান্সিং এর একটি অংশ । এখন প্রশ্ন হচ্ছে অনলাইনে কি কাজ করবেন ? ‍ আপনি যা পারেন তাই করবেন। আপনি ‍যদি ডিজাইন করতে পারেন তাহলে ডিজাইন করতে পারেন, আর্টিক্যাল লেখতে পারেন, বিভিন্ন ধরনের সার্ভে করতে পারেন, ডাটা এনট্রি করতে পারেন, আপনি গান গাইতে পারেন,আপনি মজার ভিডিও বানাতে পারেন মোট কথা আপনি যা পারেন,যা করতে আপনি ভালবাসেন তা করেই অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন । আপনি যদি কিছু না ও করতে পারেন, তাহলেও আপনি কেবল মুভি দেখে অর্থ উপার্জন করতে পারেন । এবার আপনার প্রশ্ন জাগতে পারে কে দেবে আপনাকে কাজ ? পশ্চিমা উন্নত দেশ গুলোতে যেখানে শ্রমের পারিশ্রমিক অনেক বেশি, ‍সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ এত বেশি টাকা পারিশ্রমিক দিয়ে কাজ করাতে আগ্রহি হন না । তখন তারা চান অনুন্নত দেশের দক্ষ লোকজন দিয়ে কম পারিশ্রমিকের বিনিময়ে তাদের এই কাজ গুলো করিয়ে নিতে । আর ‍আমাদের দেশের মত অনুন্নত দেশের দক্ষ লোকজন কম টাকার বিনিময়ে তাদের এই কাজ গুলো করে দেয় । আর কাজ প্রদান করা থেকে শুরু করে কাজ সম্পাদন, কাজ হস্তান্তর, টাকা প্রদান এই সমস্ত কিছুই হয়ে থাকে অনলাইনে । আর এভাবে অনলাইনে কাজ করে অর্থ উপার্জন করাকে বলা হয় ফ্রিলান্সিং । 

কেন আমাদের দেশে এর বিপরীতে মানুষ, আমরা বাঙ্গালীরা কখনো সোজা পথে হাটতে ভালবাসিনা ,সব সময় বাঁকা পথে হাটতে ভালবাসি।আমরা সফলতাকে বেশি প্রাধান্য দেই কিন্তু সফলতা পেতে থাকে কি পরিমান ধৈর্য, কি পরিমান কষ্ট করে সফলতায় পৌছেছে, তা খুজতে যাইনা।সেটাই আমাদের প্রধান সমস্যা। আমরা ২০/২৫ বছর লেখা পড়া লেখা করে ২০ হাজার টাকার বেতন পেলে নিজেকে সফল মনে করি ,কিন্তু ফ্রিলান্সাররা লাখ লাখ টাকা আত করে আমি ও করব বলে ১ মাস লেগে থেকে সফল হতে না পারলে ফ্রিলান্সিং বলতে কিছু নাই, ১/২ বছর আইটি সেক্টরে লেগে থেকে আমরা কষ্ট করে সফলতা পেতে আমরা রাজি নই। আর আমাদের দেশের কিছু লোভী আইটি প্রতিষ্টান এবং কিছু লোভি মানুষদের কথা কি আর বলব যে কোর্স করতে লাগবে বা যে কাজ শিখাতে লাগবে ২০ হাজার টাকা কিন্তু সেই কাজ সে ৫ হাজার টাকায় শিখিয়ে গ্রান্টেটেড ইনকাম করিয়ে দেবে বলে কোর্স শুরু করে, ভালো কথা কম দামে শিখাবে ,অথচ সে নিজেই কাজ জানে না ভাল কোনো ট্রেইনার ও নিয়োগ দেয়না স্টুডেন্টদের কাছ থেকে মিথ্যা প্রলোভন দেখিয়ে ইনকাম করে, সবাইত আর সব বিষয়ে সফল হতে পারবেনা সেই বিষয়ে সে সফল হতে পারবে কিনা সেই বিষয়ে যাচাই না করেই শুধু টাকা ইনকামের আশায় তাই আইটি সেক্টর টা আজ নষ্টের পথে। তাই আজ আমাদের দেশে ফ্রিলান্সিং এ সফল হয়ে টাকা ইনকাম করা বেশিরভাগ মানুষ স্বপ্ন মনে করে। 

চলবে..............................................................

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.