ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাংলালিংক দিচ্ছে ১৪ টাকায় ১ জিবি ইন্টারনেট


ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে বাংলালিংক দিচ্ছে ১৪টাকায় ১জিবি ইন্টারনেট

ভালবাসা দিবস উপলক্ষ্যে বাংলালিংকের উপহার!
বাংলালিংক গ্রাহকদের জন্য এবারের ভালাবাসা দিবসে হবে অনেক স্পেশাল! *5000*1414# ডায়াল করলেই মাত্র ১৪ টাকায় পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট ২ দিনের জন্য। হাফ GB আপনার জন্য আর হাফ GB আপনার প্রিয়জনের জন্য।

*5000*1414# ডায়াল করা মাত্রই গ্রাহক ২ দিনের জন্য 512MB ইন্টারনেট পেয়ে যাবেন।
প্যাকটি কেনার পর প্রিয়জনকে বোনাস 512MB ইন্টারনেট উপহার দিতে চাইলে মোবাইল থেকে VF019XXXXXXXX (যাকে ইন্টারনেট উপহার দিবেন তার নাম্বার ) লিখে 2500 নাম্বারে এসএমএস পাঠাতে হবে।
এসএমএস পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই প্রিয়জনের নাম্বারে বোনাস ইন্টারনেট পেীছে যাবে
যেদিন প্যাকটি কেনা হবে সেদিনের মধ্যেই বোনাস ইন্টারনেটের জন্য রেফার করার এসএমএস পাঠাতে হবে
গ্রাহক প্রতিবার প্যাক কেনার পর শুধুমাত্র ১ জনকেই বোনাস ইন্টারনেট পাঠাতে পারবেন
গ্রাহক বোনাস ইন্টারনেটের জন্য নিজের নাম্বারেও রেফার করতে পারেবেন
প্যাক অ্যাক্টিভেশনের ডেট থেকে প্যাকের মেয়াদ গণনা শুরু হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.