এবার স্মার্টের দুনিয়ায় আসছে স্মার্ট গাড়ি

আসসালামু আলাইকুম। বন্ধুগণ কেমন আছেন?
অনেক দিন হয়ে গেলো আপনাদের সাথে কোন কথা হয় না। নানা প্রকারের ব্যস্থতাই এর মূল কারন।
ত বন্ধুরা! আজ আরেকটি এক্সক্লুসিভ সংবাদ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম।
হে! বন্ধুরা, এবার বাজারে আসতে চলেছে স্মার্ট গাড়ি।
সমগ্র বিশ্বই যেনো স্মার্ট যুগে প্রবেশ করেছে। বর্তমানে ফোন থেকে শুরু করে সবকিছুই হয়ে যাচ্ছে স্মার্ট। তাই এবার চলে আসতেছে ‘স্মার্ট গাড়ি’ ও!
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, এবার গবেষকরা এমন একটি গাড়ি আবিষ্কারের কাজে হাত দিয়েছেন যা সত্যিই একটু বেশি স্মার্ট হবে। এগুলোকে বলা হচ্ছে স্মার্ট গাড়ি বা ‘ভবিষ্যতের গাড়ি’। অর্থাৎ বর্তমান সময়ের নামিদামি ব্রান্ডের গাড়ির জায়গা দখল করে নেবে এসব স্মার্ট গাড়ি।
এইসব গাড়িগুলো কেমন স্মার্ট হবে?
গবেষকরা জানিয়েছেন যে, এগুলো ড্রাইভার ছাড়া চলতে পারবে তা তো তো আছেই, সেইসাথে  ড্রাইভার যদি নিজেও গাড়ি চালান তার উপর সারাক্ষণ নজর রাখবে। গাড়ি চালক যদি কোনো ভুল করতে যান তাহলে মুহূর্তেই তার হাত থেকে স্টিয়ারিং এর দায়িত্ব নিয়ে বিপদ সামলে নিয়ে আবার তার হাতে সেটি ছেড়ে দেবে! দ
দূর পাল্লার ভ্রমণে গাড়ি চালানোর সময় চালকের চোখে অনেক সময় ঘুমের ভাব আসে। এক্ষেত্রে ঘুমের ভাব দেখলে তাকে পেছনের সিটে গিয়ে বিশ্রাম নিতে পরামর্শ দেবে। এই সময়টিতে স্মার্ট গাড়িটি নিজেই গাড়ি চালিয়ে যাবে। পথে মজার কোনো ঘটনা ঘটতে দেখলে তা রেকর্ড করে নিজেই সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্টও করে দেবে!
গতিসীমা নিয়েও কখনও কোনো রকম চিন্তা করতে হবে না। রাস্তায় যদি কোথাও সাইনবোর্ড দেখে ‘সর্বোচ্চ গতিসীমা এত কিলোমিটার’ তবে মুহূর্তেই ঠিক সেই স্তরে গাড়ির গতি নামিয়ে আনবে। চলতে চলতে স্যাটেলাইট সার্চ করে রাস্তার খোঁজখবরও নিয়ে নেবে সে নিজে নিজেই। কোন রাস্তা ক্লিয়ার রয়েছে, কোন রাস্তায় জ্যাম রয়েছে তার খোঁজ নিয়ে বিকল্প রাস্তায় ঢুকবে স্মার্ট গাড়ি টি নিজে নিজেই।
ফলে যানজট এর মুখোমুখি হওয়া থেকে বাচা যাবে সহজেই।
ত, বন্ধুরা আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে আজকের টিউন টি শেষ করলাম। পরবর্তী তে আবারো নতুন কোন টিউন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.