বাড়িয়ে নিন আপনার স্মার্টফোনের ইন্টারনেটের গতি
ছবিঃ সংগ্রহীত
স্মার্টফোনে ইন্টারনেট ব্যাবহারের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হই। মোবাইলে ধীরগতির ইন্টারনেট এদের মধ্যে অন্যতম নির্বিঘ্নে ইন্টারনেট চালাতে সবাই চায় ভালো মানের ইন্টারনেট কানেকশন। আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো কিভাবে ইন্টারনেটের গতি বাড়ানো যায়।
ইন্টারনেটের গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় কিছু টিপস:
১. মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইন্সটল (Uninstall) করে ফেলুন।
২. আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করুন। স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
৩. মোবাইলের ‘ক্যাশড ডেটা’ (Cached Data) ক্লিয়ার করুন। কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নষ্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
৪. আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন। সম্ভব হলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন। আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে। অনেক সময় বাজারে কেনা সস্তা দামের এসডি (মেমরী) কার্ড আমাদের মোবাইলে ইন্টারনেট গতি কমিয়ে দেয়।
৫. সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
তাছাড়া মোবাইলে ক্ষতিকর এপ্স যেগুলো গুগল প্লে সার্টিফায়েড না সেগুলো মোবাইলে ইন্সটল না করা করাই ভালো এই এপ্স গুলো আপনার মোবাইলে ক্ষতিকর ভাইরাস ছড়িয়ে দিতে পারে তাই সর্বদা চেষ্টা করবেন গুগল প্লে স্টোর থেকে এপ্স ডাউনলোড করতে এক্ষেত্রে আপনার ফোন ও নিরাপদ থাকবে এবং কোন ভাইরাস ছড়িয়ে পড়ার ও সুযোগ পাবেনা। নিসন্দেহে নিরাপদ এপ্স গুলো আপনার ইন্টারনেটের গতি কমাবেনা বরং নিরাপদ ব্রাউজিং এর নিশ্চয়তা দিবে অন্যদিকে অনিরাপদ এপ্স গুলো আপনার মোবাইলে ভাইরাস ছড়ানোর পাশাপাশি ইন্টারনেট গতি ও কমাবে।
আজ এই পর্যন্ত আমার আর্টিকেল যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আর্টিকেল টি শেয়ার করুণ এবং আমাদের ব্লগটি নিয়মিত ভিজিট করুণ। ধন্যবাদ।

কোন মন্তব্য নেই