জট কমলো ডট বাংলা ডোমেনের, থাকছেনা প্রিমিয়াম ক্যাটাগরি

ছবিঃ
সংগ্রহীত

অবশেষে বহুল প্রতিক্ষার অবসান হলো ডট বাংলা ডোমেই কেনার ক্ষেত্রে জট কমলো অনেকটাই থাকছেনা কোন প্রিমিয়াম ক্যাটাগরী।

দেশে বছর খানেক আগে ডট বাংলা ও ডট বিডি ডোমেইন চালু হলেও এই ডোমেইন কিনতে অনেক সমস্যায় পড়তে হচ্ছিল গ্রাহকদের। চলতি বছরের শুরুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকে বিষয়টি নিয়ে তৎপর ছিলেন মন্ত্রী মোস্তাফা জব্বার। বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সঙ্গে তার দফায় দফায় আলোচনার পর অবশেষে জটিলতা কাটল ডট বাংলা ও ডট বিডির ওপর থেকে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডট বিডি ও ডট বাংলা ডোমেইনে প্রিমিয়াম ক্যাটেগরি থাকছে না। এই ডোমেইন কেনা যাবে অনলাইনে।

প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে ডট বিডি ও ডট বাংলা ডোমেইন এখন থেকে সমহারে রেজিষ্ট্রেশন করা হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ডোমেইন বরাদ্দ বা রেজিষ্ট্রেশন করা যাবে৷

সকল ডোমেইন একই রেটে বাৎসরিক ৮০০ টাকা ফি-তে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিসিএল। 

এর আগে প্রিমিয়াম ক্যাটাগরির জন্য বাৎসরিক ফি ছিল যথাক্রমে ৫ হাজার, ১৫ হাজার এবং ২৫ হাজার টাকা। বর্তমানে এই হার কমিয়ে সমহারে ৮০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে ডোমেইনের জন্য আবেদন, বরাদ্দ ও টাকা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে।

আগ্রহী গ্রাহকরা অনলাইনে রেজিষ্ট্রেশনের জন্য বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল.বাংলা অথবা www.btcl.com.bd তে ভিজিট করে ডোমেইন কিনতে পারবেন৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.