যেভাবে সহজেই জানবেন ২০১৮ সালের এইচএসসি/ আলিম পরীক্ষার ফলাফল

২০১৮ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল ১৯ শে জুলাই প্রকাশ করা হবে। আগামীকাল দুপুর ১ টায় সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে। বিভিন্ন শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
আগামীকাল সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করবেন।


জেনে নিন কিভাবে জানবেন এইচএসসি/ আলিম ও সমমান পরীক্ষার ফলাফলঃ
ইন্টারনেটে ফলাফল জানবেন যেভাবেঃ
ইন্টারনেটে EIIN নাম্বার দিয়ে স্ব-স্ব বিদ্যালয়ের ফলাফল জানবেন যেভাবেঃ
স্ব-স্ব প্রতিষ্টানের ফলাফল একসাথে পেতে ক্লিক করুণ এখানে
অথবা  এই লিঙ্কে গিয়ে  Examinition> Year> Board> Result Type> Institution Result Select করুণ এবং যে প্রতিষ্টানের ফলাফল জানতে চান তাদের EIIN নাম্বার দিন সাথে সাথে পেয়ে যাবেন সমস্ত প্রতিষ্টানের ফলাফল এক সাথে আপনি চাইলে ফলাফলটি ডাউনলোড করে নিতে পারেন
মোবাইল এসএমএস এর মাধমে এস এস সি ফলাফল ২০১৮ জানা যাবে যেভাবেঃ
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ 
HSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
HSC SYL 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ 
Alim<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
Alim MAD 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এইচএসসি ভোকেশনালের জন্যঃ 
HSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ 
HSC Tec 123456 2018 পাঠিয়ে দিন 16222 নম্বরে।
তাছাড়া ফলাফল জানতে ফেসবুকে মেসেজ করুণ আমাদের পেজে। সবার আগে ফলাফল জানতে আমাদের সাথেই থাকুন জনস্বার্থে এ পোস্টটি শেয়ার করুণ। ধন্যবাদ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.