এবার ফেসবুকের সকল ম্যাসেজ ডিলিট করুন এক ক্লিকে Android/PC

আসসালামু আলাইকুম! কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।
আল্লাহর দয়ায় আমি ও ভাল আছি। আজ অনেক দিন পর আবার ও আপনাদের মাজে
হাজির হলাম, নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর তা হলো, ফেসবুকের সকল ম্যাসেজ
এক ক্লিকে ডিলেট করার পদ্ধতি সম্পর্কে। চলুন শুরু করা যাক......



এক ক্লিকে সকল ম্যাসেজ ডিলিট করবেন যেভাবেঃ

ফেসবুকে বিভিন্ন সময় আমরা অনেকর সাথে চ্যাট করি।
আর কোন সময় সকল চ্যাট লিষ্টগুলো ডিলেট করার প্রয়োজন পরে।
কিন্তু আমরা কত শত শত মানুষের সাথে চ্যাট করার কারনে এই লিষ্ট টা
অনেক বড় হয়ে যায়। তখন সবগুলি চ্যাট লিষ্ট ডিলেট করা আমাদের পক্ষে সম্ভব হয় না।
আমার নিজের ই একদিন সকল চ্যাট লিষ্ট ডিলেট করার প্রয়োজন হয়ে ছিলো,
তখন এই টিপস টা আমি পাইনি, তাই অনেক দিনে একটা একটা করে সব ডিলেট করেছিলাম।
আপনাদের আর এত কষ্ট করতে হবে না। জাষ্ট এই টিপস টা ফ্লো করুন।

  • PC ইউজারদের জন্যঃ

PC ইউজাররা প্রথমে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে নীচের লিংকে প্রবেশ করুন↓

এবার Search bar এ লিখুন Clean massage এবার এই এক্সটেনশন টা ইন্সটল করে নিন।
এবার আপনার ফেসবুকে  লগইন করুন। তারপর মেসেজ এ যান।
এবার উপরের ডান দিকে থাকা এক্সটেনশন আইকনে ক্লিক করে Clean লেখায়  ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।

  • অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যঃ

ধাপ ১) প্রথমে Delete all facebook message Zip file টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড লিংক >>  Facebook All Messages Removal 

ধাপ 2) এবার ডাউনলোড করা জিপ ফাইলটি আনজিপ করুন।
এর জন্য ZArchiver অ্যাপটি ইউজ করতে পারেন

ধাপ ৩) এবার Yeandex browser টি তে  প্রবেশ করুন এবং এড্রেস বারে লিখুন
   Chrome://extensions এবার Go তে যান।

ধাপ 4) এবার Unzip করা ফাইল থেকে khalil.js ফাইল টা Add করে নিন।

ধাপ ৫) এবার Web.facebook.com এ প্রবেশ করে browser অপশন থেকে
ডাউনলোড করা Extension টি  সিলেক্ট করে দিন।

ধাপ ৬) এবার যে পেজটি আসবে সেখানে Recent এ রেখে I Agree লেখার পাশে
চিহ্ন দিয়ে clean message এ ক্লিক করুন। তারপর দেখুন ম্যাজিক।
মেসেজ এ গিয়ে দেখুন সব মেসেজ  ডিলিট হয়ে গেছে।

Android ইউজার রা আরো ভাল ভাবে বোঝার জন্য ভিডিও টি দেখতে পারেন। 



তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোন টপিকে।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন। 
ফেসবুকে আমি  MD Jaber

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.