ডাউনলোড করে নিন ৮০টাকা মূল্যের এপ্স (IDM+) একদম ফ্রি

IDM- Internet Download Manager মোবাইল বা পিসিতে যেকোনো ফাইল ডাউনলোডের জন্য সবার পছন্দের শীর্ষে রয়েছে IDM.
প্লেস্টোরে IDM  এপ্সটির ফ্রি ও পেইড ভার্সন দুটি এপ্সই রয়েছে
আজ আমি আপনাদের মাঝে প্লেস্টোরে থাকা পেইড এপ্সটি আপনাদের মধ্যে শেয়ার করবো যা এখান থেকে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রীতে



আসুন জেনে নিই  আই ডি এম (Internet download manager) এর সুবিধা সমুহঃ

১. এক সাথে ১০০ এর ও বেশি ফাইল একটি queue তে দেয়া যায়, যা একটার পর একটা ডাউনলোড করা যাবে।
২. ১ থেকে ১০০ পর্যন্ত যে কোন সংখ্যাক ফাইল একই সাথে ডাউনলোড করার সুবিধা। (লাইনের স্পিড এর উপর ভিত্তি করে সেট করা যায়)
৩. কোন ফাইল ডাউনলোড হওয়ার সময় মোবাইল বন্ধ হলেও আবার যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ডাউনলোড শুরু হয়। (যে সকল সাইটে রিজিউম অপশন থাকে না সেগুলো ছাড়া)
৪. ডাউনলোড স্পিড লিমিট করার ব্যবস্থা রয়েছে।
৫. queue সিনক্রোনাইজের ব্যবস্থা রয়েছে।
৬. যে সকল ফাইল ডাউনলোড করা যায়ঃ

EXE ZIP ARJ RAR LZH Z GZ GZIP TAR BIN MP3 M4A WAV RA RM AAC AIF AVI MPG MPEG M4V QT PLJ ASF MOV MP4 WMA WMV MPE MPA R0* R1* A0* A1* TIF TIFF PDF MSI MSU ACE ISO IMG OGG 7Z SEA SIT SITX PPT PPS 3GP BZ2

৭. একটা ফাইল ডাউনলোড করার সময় ব্যর্থ হলে কত বার রিট্রাই করবে তা সেট করা যায়।
৮. কোন লিংক কপি করে আই ডি এম এ ঢুকে এ্যাড ইউ আর এল এ ক্লিক করলে লিংক অটো পেষ্ট হয়ে যাবে শুধু ওকে দিলেই queue তে যোগ হয়ে যাবে।
৯. ফেসবুক/ইউটিউবের মত সাইটের এমবেডেড ভিডিও চালালেই উপরে ডাউনলোড এর অপশন চলে।
১০.  রেপিডশেয়ার বা হটফাইলের মত কোন হোস্টিং সাইটের আইডি/পাস থাকলে তা সাইট লগিন অপশনে বসিয়ে নিলে লিঙ্ক দিয়ে ডাইরেক্ট ডাউনলোড করা যায়। 
১১। উপরে যেসব ফরম্যাট আছে সেখানে ম্যানুয়ালি অন্য যে কোন ফরম্যাট বসানো যায়। পরে ওই ফরম্যাট আইডিএম ক্যাচ করে নিবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.