খুব সহজেই ডাউনলোড করে নিন ইউটিউব ভিডিও (এন্ড্রয়েড +উইন্ডোজ)
আজ আমার আলোচনার বিষয় হচ্ছে কিভাবে খুভ সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করব।
ইন্টারনেটে ভিডিও দেখার একটি জনপ্রিয় এবং সহজ মাধ্যেম হচ্ছে ইউটিউব। প্রায় প্রতিটা ফোনেই ইউটিউবের জন্য আলাদা অ্যাপ দেয়া থাকে, যেগুলো দিয়ে সহজেই ইউটিউব ব্রাউজ করে ভিডিও দেখা যায়। কিন্তু এই প্রচলিত অ্যাপ দিয়ে প্রয়োজনীয় ভিডিও চাইলেই ডাউনলোড করা যায় না। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আলাদা কিছু অ্যাপ ব্যবহার করতে হয়। আজ আমরা আপনাদেরকে এন্ড্রয়েড এর জন্যে এমন অনেক অ্যাপের মধ্য থেকে একটি অ্যাপের সন্ধান দেবো যেটি দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই এবং পিসি (উইন্ডোজ) এর জন্য এমন একটি ট্রিক দিব যা দিয়ে কোন সফটওয়্যার ছাড়া ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।তা অনেকের হয়ত জানা বা অন্য সিস্টেম টা ভাল লাগে কিন্তু আমার কাছে এই সিস্টেম টা খুবি ভাল লাগে যাই হোক যারা জানেনা অথবা আমার দেওয়া সিস্টেম ভাল লাগলে ব্যবহার করত পারেন।

ইন্টারনেটে ভিডিও দেখার একটি জনপ্রিয় এবং সহজ মাধ্যেম হচ্ছে ইউটিউব। প্রায় প্রতিটা ফোনেই ইউটিউবের জন্য আলাদা অ্যাপ দেয়া থাকে, যেগুলো দিয়ে সহজেই ইউটিউব ব্রাউজ করে ভিডিও দেখা যায়। কিন্তু এই প্রচলিত অ্যাপ দিয়ে প্রয়োজনীয় ভিডিও চাইলেই ডাউনলোড করা যায় না। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আলাদা কিছু অ্যাপ ব্যবহার করতে হয়। আজ আমরা আপনাদেরকে এন্ড্রয়েড এর জন্যে এমন অনেক অ্যাপের মধ্য থেকে একটি অ্যাপের সন্ধান দেবো যেটি দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন খুব সহজেই এবং পিসি (উইন্ডোজ) এর জন্য এমন একটি ট্রিক দিব যা দিয়ে কোন সফটওয়্যার ছাড়া ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।তা অনেকের হয়ত জানা বা অন্য সিস্টেম টা ভাল লাগে কিন্তু আমার কাছে এই সিস্টেম টা খুবি ভাল লাগে যাই হোক যারা জানেনা অথবা আমার দেওয়া সিস্টেম ভাল লাগলে ব্যবহার করত পারেন।
তাহলে জেনে নেয়া যাক প্রথমে এন্ড্রয়েড এর অ্যাপটি সম্পর্কে
![]() |
- টিউব মেট (TubeMate)
এবার পিসি (উইন্ডোজ) এর জন্য এমন একটি ট্রিক দিব যা দিয়ে কোন সফটওয়্যার ছাড়া ডাউনলোড করতে পারবেন, যে কোন ইউটিউব ভিডিও।
- https://en.savefrom.net/

কোন মন্তব্য নেই