একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু ১৩ই মে থেকে


১৩ই মে থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন প্রক্রিয়া।
আগামীকাল রোববার ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।  দুপুর ২টার মধ্যে ওয়েবসাইট, মোবাইল ফোনের ক্ষুদে বার্তা ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। আর ফল প্রকাশের পর একাদশে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হবে ১৩ মে। এবারও একজন শিক্ষার্থী কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

অনলাইন এবং ক্ষুদে বার্তা উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী যত কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে গেল বছরের মতো শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজ নির্ধারণ করে দেয়া হবে। তবে ভর্তিতে আগের মতো এবারও স্কুল, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
আবেদনের শেষ সময় ২৪ মে। তবে পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তাদের আবেদন আগামী ৫ ও ৬ জুন গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। এরপর আরও একাধিক ধাপে ফল প্রকাশ ও মাইগ্রেশনসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। ১লা জুলাই থেকে শুরু হবে একাদশ শ্রেণীর পাঠ্য কার্যক্রম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.