এসে গেলো বিকাশ অ্যাপ, জেনে নিন বিকাশ এপ্সের সুবিধা গুলি !

বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এ পরিচিত নাম ব্র‍্যাক ব্যাংকের বিকাশ। সম্প্রতি গ্রাহকের সুবিধার্তে বিকাশ নিয়ে এলো তাদের অফিশিয়াল মোবাইল এপ্স।থাজছে বিকাশ এপ্সে অনেক সুবিধা। আমরা আজ তার সুবিধা গুলি নিয়েই কথা বলব!তাহলে চলুন শুরু করি,


আসুন জেনে নিই বিকাশ এপের সুবিধা গুলিঃ
এ এপ্সের প্রধান সুবিধা হচ্ছে আপনি চাইলে আপনার বিকাশ একাউন্ট ও পিন দিয়ে এপ্স লগিনের সময় আপনার রেজিস্টার্ড কৃত ফোন থেকে  ওটিপি কোড ভেরিফাই করে আপনার রেজিস্টার্ড কৃত বিকাশ সিম কার্ড ছাড়াই লেনদেন করতে পারবেন বিকাশ এপ্স দিয়ে।


* তাছাড়া এপ্স থেকে ক্যাশ আউট ফি ১.৫% যা ম্যানুয়ালী ১.৮৫% কাটে। সুতরাং ১০০০ টাকা ক্যাশ আউট ফি ১৫ টাকা।

* বিকাশ এপ্স থেকে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রী। ম্যানুয়ালি বিকাশ থেকে সেন্ড মানি করতে ৫ টাকা চার্জ কাটা হয়।

* বিকাশ এপ্সে লেনদেন আর ও সহজ ও নির্ভুল করতে চালু  করা হয়েছে কিউ আর স্ক্যানার। কাস্টমার দোকানে গিয়ে অতি সহজে কিউ আর কোড স্ক্যান করে ক্যাশ আউট ও পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে নাম্বার তোলার ঝামেলা নেই।

* তাছাড়া আপনার প্রিয় জনকে টাকা পাঠানোর জন্য সেন্ড মানি রিকুয়েস্ট করতে পারবেন এপ্সের মাধ্যমে।

* অতি সহজেই জানতে পারবেন আপনার ক্যাশ ইন, আউট, সেন্ড মানির লিমিটের তথ্য।

* তাছাড়া সেভ করে রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় এজেন্টের নাম্বার। তাই পরবর্তীতে ক্যাশ আউট করতে আর নাম্বারের ঝামেলা পোহাতে হবেনা।

* তাছাড়াও রয়েছে সকল অপারেটরে কোন চার্জবিহীন ইন্সট্যান্ট মোবাইল রিচার্জ সুবিধা।


এপ্স ডাউনলোড লিঙ্কঃ https://app.bkash.com/sign-up?referralCode=1CFF50T2

এখান থেকে নিয়ে নিন  ৮০টাকা মূল্যের এপ্স (IDM+) একদম ফ্রি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.